জীবনে টাকা ছাড়া আরো অনেক কিছু দরকার, তা হলো

মজা,আনন্দ,ভালোবাসা,সুখ ইত্যাদি
কিন্তু টাকার ভিতর কয়জন কি পেয়েছে ভালোবাসা না সুখ।
সবাই সুধু টাকার পিছনে ঘোরে ভালোবাসার পিছনে কে ঘোরে, আর যারা টাকা ছাড়া সুখী থাকে তারাই সাধারনত বড় সুখী
আপনি সারা জীবন টাকার পিছনে ছুটতে ছুটতে কখন ভালো লাগা ভালোবাসার সময় পার করে আসছেন বুঝতেই পারবেন না
হয়তো আপনি একদিন ভালো পড়াশোনা করে অনেক বড় একটা চাকরি করবেন, ভালো ফ্যামিলিতে ভালো মেয়ে দেখে শুনে বিয়ে করবেন তারপর কি, সারাদিন অফিসএ সময় কাটালেন, কারন আপনার টাকার দরকার কিন্তু বুঝলেন না যে আপনার বাড়িতে আপনার বউ আছে।
তারপর ধরেন আপনার ছেলে-মেয়ে আপনার কাছে আবদার করলো সবাই একসাতে কোথাও ঘুরতে যাবে। আপনি টাকার লোভে তাদের কে বলবেন আজকে সময় নাই অফিস।
আছে কি লাভ এই টাকার পিছনে ঘুরে না পেলেন ছেলে-মেয়েদের ভালোবাসা না পেলেন আন্দন।
তাই বলতে চাই কি হবে এই টাকা পয়সা দিয়ে টাকা সত্বতেও যদি অানন্দ, ভালোবাসা, সুখ না পান
দেখেন যার টাকা নাই সেই বড় সুখী
আর যার লক্ষ লক্ষ টাকা তার টাকার টেনশনে রাতের ঘুম হারাম, কাছের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়।
কেউ টাকার পিছু ঘুরতে গিয়ে ভালোবাসা হারায় কেউ হারায় পরিবারে ভালোবাসা

তাই বলি টাকার পিছে না ঘুরে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান ভালোবাসা পাবেন, সুখ পাবেন,আনন্দ পাবেন
জীবন চালাতে টাকার প্রয়োজন আছে তার জন্য পরিবার সংসার ছেড়ে টাকার পিছনে দৌড়াতে হবে এর কোনো মানে হয় না
পরিবারের অন্য সকলকে ভালোবাসা দিন ভালোবাসা নিন তাহলে আপনার জীবন ধন্য 👌👌